আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ৮ রানেই অলআউট!

৮ রানেই অলআউট!


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০২২ , ৪:৩৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আরব আমিরাতের মাহিকা গৌড় ৪ ওভারে মাত্র ২ রানেই ৫ উইকেট শিকার করেন। টি-টোয়েন্টি ফরম্যাট মানেই চার-ছক্কার ফুলঝুরি। ক্রিকেটের এই মারকাটিং ফরম্যাটে প্রতি বলে বাউন্ডারি হাঁকাতেই সচেষ্ট থাকে ব্যাটসম্যানরা। কিন্তু টি-টোয়েন্টির মারকাটিং ক্রিকেটে ১১ জন ব্যাটসম্যান মিলেও দলীয় রান দুই অঙ্কের ফিগারে নিতে পারেনি- এমনই এক অবিশ্বাস্য ঘটনার জন্ম দিল ক্রিকেটের উঠতি দল নেপাল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাজে এই রেকর্ড গড়ল নেপাল নারী ক্রিকেট দল। ১১ জন মিলে মাত্র ৮ রানেই অলআউট হয়েছে। অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের বাছাই পর্বের টি-টোয়েন্টি ম্যাচে এমন এক বিস্ময়কর ঘটনার জন্ম দেয় দলটি। টস জিতে ব্যাটিংয়ে নামে নেপাল। ৬ ব্যাটারই ফেরেন শূন্য রানে। সর্বোচ্চ ৩ রান আসে স্নেহা মাহারারের ব্যাটে। মাত্র ৮.১ ওভার স্থায়ী হয় নেপালের ইংনিসটি।
স্পিন ঘূর্ণিতে নেপালের নারীদের ধসিয়ে দিয়েছেন আরব আমিরাতের মাহিকা গৌড়। ৪ ওভারে ২ রান খরচায় নেন ৫ উইকেট। ইন্দুজা নন্দকুমার নেন ৩ উইকেট। ৯ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭ বলেই জয়ের দেখা পায় সংযুক্ত আরব আমিরাত। ৪০ ওভারের ম্যাচটি দশ ওভারও স্থায়ী হতে দেয়নি আরব আমিরাতের মেয়েরা। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন ইনিংস ছিল তুরস্কের। ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২১ রানে গুটিয়ে যায় তুর্কি নারীরা।