আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস অক্টোবরে আইসিসি বোর্ড সভা ঢাকায়, হতে পারে সভাপতি নির্বাচনও

অক্টোবরে আইসিসি বোর্ড সভা ঢাকায়, হতে পারে সভাপতি নির্বাচনও


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৯, ২০২৪ , ৩:০৮ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :   তৃতীয়বারের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ড সভা বাংলাদেশে বসতে যাচ্ছে। এবার দশ বছর পর আইসিসি বোর্ড সভা হবে রাজধানী ঢাকায়। ১৯৯৮ সালে মিনি বিশ্বকাপের সময় প্রথমবার ঢাকায় বসেছিল আইসিসি বোর্ড সভা। পরে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় দ্বিতীয়বার আইসিসির সভার আয়োজন করে বাংলাদেশ। এবার দশ বছর পর এই বোর্ড সভার আয়োজক হচ্ছে বাংলাদেশ। খুব বেশিদিন বাকি নেই এই বোর্ড সভার। অক্টোবরে বাংলাদেশে বসতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তখনই বসবে বোর্ড সভা। শ্রীলঙ্কা থেকে গত পরশু আইসিসি বোর্ড সভা শেষে ফেরেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ঢাকায় পরবর্তী বোর্ড সভা বসবে সেই খবর বিসিবি সভাপতি দিয়েছেন। সঙ্গে এ-ও জানিয়েছেন, পরবর্তী আইসিসি সভাপতি নির্বাচনও হতে পারে এই সভায়। নাজমুল হাসান বলেন, ‘আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা। নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরে বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, তার শেষ বোর্ড মিটিং। আমাদের নির্বাচনী ইশতেহার দিয়ে দেওয়ার কথা। এটা এর মধ্যেই হয়ে যাওয়ার কথা।’

বৈঠকটি বাংলাদেশ দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা জানিয়ে বোর্ড সভাপতি বলেছেন, ‘আইসিসির বর্তমান কমিটির এখন যেহেতু শেষ টার্ম, কিছু ক্রিটিক্যাল সিদ্ধান্ত আছে, যেটার ওপর নির্ভর করবে অনেক কিছু। এখন যা পাস হচ্ছে, তা কিন্তু আট বছর চলবে। কে কত টাকা পাবে, খেলা কী হবে, এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমি এখন শুধু আইসিসি ও এসিসি নিয়েই আমার সময়টা ব্যয় করছি। যেন ভবিষ্যতে (বিসিবি সভাপতি পদে) যে-ই আসুক, আইসিসি ও এসিসি নিয়ে কোনো সমস্যায় না পড়েন। শোনা যাচ্ছে, আইসিসির পরবর্তী বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ।