আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি অচিরেই আ.লীগ সরকারের পতন হবে : মির্জা ফখরুল

অচিরেই আ.লীগ সরকারের পতন হবে : মির্জা ফখরুল


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০২২ , ১১:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক : অচিরেই আওয়ামী লীগ সরকারের পতন হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অতীতে যেমন কোনো স্বৈরাচার সরকারই দমন-পীড়ন চালিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারেনি বর্তমান ক্ষমতাসীনরাও গায়ের জোরে ক্ষমতা আঁকড়ে রাখতে পারবে না। তাদের পতন হবেই। কেরানীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ এবং পুলিশের হামলার প্রতিবাদে তিনি এ বিবৃতি দেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলাধীন কোন্ডা ইউনিয়ন বিএনপি সভাপতির বাসায় নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা করে ছাত্রলীগ। এছাড়া জিঞ্জিরায় বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের পর নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা হয়। এই হামলা নিঃসন্দেহে কাপুরুষোচিত। ’ তিনি অভিযোগ করে বলেন, ‘ছাত্রলীগ সন্ত্রাসী দ্বারা আজকের এই ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। এ ধরনের হামলায় আবার প্রমাণ করল আওয়ামী লীগ সরকার কতটা নির্মম, অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী। গত ১২ বছরে সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন সংগ্রাম দমন করতে তারা বিভিন্ন কায়দায় দমন-নিপীড়ন চালিয়েছে। ’ তিনি বলেন, ‘দেশ-বিদেশে যখন আওয়ামী সরকারের বর্বর শাসনের বিরুদ্ধে ধিক্কার উঠেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের যখন নাভিশ্বাস অবস্থা তখন সরকার দিগ্বিদিক হয়ে আদিম হিংস্রতা শুরু করেছে। জনপদে জনপদে সরকার ভয়াবহ অত্যাচার ও নিপীড়ন দ্বারা এক ভয়ংকর দুঃশাসন প্রতিষ্ঠা করেছে। আজ কেরানীগঞ্জে বিনা উসকানিতে ছাত্রলীগের ক্যাডার এবং পুলিশের হামলা সরকারের নিরবচ্ছিন্ন দুঃশাসনেরই ধারাবাহিকতা। তিনি কেরানীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর এই হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‌‌‘অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ’ আহত নেতাকর্মীদের সুস্থতাও কামনা করেন তিনি।