আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// অধ্যাপক ড. আনিসুজ্জামানের ছাত্রী ছিলেন প্রধানমন্ত্রী

অধ্যাপক ড. আনিসুজ্জামানের ছাত্রী ছিলেন প্রধানমন্ত্রী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৫, ২০২০ , ৬:১০ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিসুজ্জামানের ছাত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ড. আনিসুজ্জামানের মৃত্যুর পর প্রধামন্ত্রী তাঁর শোকবার্তায় শোকাহত হয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এ কথা জানান। ড. আনিসুজ্জামানের সরাসরি ছাত্রী থাকার স্মৃতি প্রসঙ্গে শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেন, আমি স্যারের টিউটোরিয়াল গ্রুপের শিক্ষার্থী। তার মতো বিদগ্ধ ও জ্ঞানী মানুষের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। এসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে, তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, গত ২৭ এপ্রিল হৃদরোগ সমস্যার পাশাপাশি কিডনি ও ফুসফুসে জটিলতা, পারকিনসন্স, প্রোস্টেট ও রক্তে সংক্রমণের সমস্যা নিয়ে অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। এরপর বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক আনিসুজ্জামান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।