আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় অনলাইন হাটে তালিকা ছাড়া খামারি নিবন্ধন, বাড়বে প্রতারণা

অনলাইন হাটে তালিকা ছাড়া খামারি নিবন্ধন, বাড়বে প্রতারণা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২০ , ১২:৪৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক :  করোনাকালে অনলাইন পশুর হাট চালুর সরকারি উদ্যোগকে স্বাগত জানালেও নিরাপত্তা নিয়ে শঙ্কিত খামারিয়া। তারা বলছেন, সুনির্দিষ্ট তালিকা ছাড়া ঢালাওভাবে খামারি নিবন্ধনের সুযোগ দেয়ায় তৈরি হচ্ছে প্রতারণার ঝুঁকি। তবে আইসিটি সচিবের দাবি, নিবন্ধিতদের মোবাইল নম্বর, ঠিকানা’সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাই অনিয়ম করে কেউ পার পাবে না।

করোনাকালে কোরবানির পশু বিক্রির উদ্দেশে এবারই প্রথম ডিজিটাল হাট চালু করেছে সরকার। ‘ফুড ফর নেশন’ এই ওয়েবসাইটে চলছে খামারিদের নিবন্ধন কার্যক্রম। ওয়েবসাইটে গিয়ে দেখা গেলো, নাম, ইমেইল আইডি, মোবাইল নম্বর, অঞ্চল ও শহরের নাম উল্লেখ করে খামারি হিসেবে নিবন্ধন করতে পারছেন যে কেউ।

খামারিয়া মনে করেন এতে ভুয়া রেজিস্ট্রেশন করা সিম, ইমেইল আইডি দিয়ে এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারেন অসাধু ব্যক্তিরা। অনলাইনে প্রতারণার নানা উদাহরণ দিয়ে তারা বলছেন, এক্ষেত্রে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের সহযোগিতায় তালিকা করে শুধুমাত্র তাদেরই সুযোগ দেয়া যেত।

এ বিষয়ে খামারিরা বলেন, অনলাইনে মধ্যসত্ত্বভোগীরা সক্রিয় রয়েছে। তারা বিভিন্ন খামারির গরুর ছবি নিয়ে বিক্রি করে। এক্ষেত্রে খামারিরা সেই গরু যদি খামার থেকেই বিক্রি করে ফেলে এবং একই গরু যদি অনলাইনে আবার বিক্রি হয় সেটি একটা জটিলতা তৈরি করবে। এখানে একটি শক্ত মনিটরিং সিস্টেম তৈরি করা প্রয়োজন।

তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিবের দাবি, নিবন্ধিতরা যাচাই-বাছাই করা বিক্রেতা কিংবা খামারি। এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম বলেন, ‘এখানে সঠিক মনিটরিংয়ের মধ্যেই সবকিছু হচ্ছে। তাই এখানে মধ্যসত্ত্বভোগীদের খুব একটা সক্রিয়তা থাকবে বলে আমি মনে করি না।’করোনাকালে পশুর হাটে স্বাস্থ্যঝুঁকি থাকায় সরকারের ডিজিটাল পশুর হাটে কোরবানি যোগ্য পশুর অন্তত ৩০ শতাংশ বিক্রির আশা করছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।