আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব অনুমোদন পেল জনসনের এক ডোজের টিকা

অনুমোদন পেল জনসনের এক ডোজের টিকা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২১ , ২:০৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :    ফাইজার ও মডার্নার পর এবার জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনাভাইরাসের টিকার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন প্রাপ্তবয়স্কদের জন্য এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আগের সব টিকা দুই ডোজ করে নিতে হলেও জনসনের এ টিকার এক ডোজই যথেষ্ট। জনসনের এ টিকা সাধারণ ফ্রিজেই সংরক্ষণ করা যাবে। এ টিকা পরীক্ষামূলক হিসেবে ৪৪ হাজার মানুষের ওপর চালিয়ে দেখা যায়, এটি ৬৬ শতাংশ কার্যকর। এরপরই বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি প্যানেল এ টিকার অনুমোদন দেওয়ার জন্য সর্বসম্মত সুপারিশ করে।

এ বছরের জুন মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রকে ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করবে বলে জানিয়েছে জনসন অ্যান্ড জনসন। আগামী সপ্তাহ থেকে জনসনের টিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন টিকাদান কেন্দ্রে পাঠানো শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্য, ইইউ এবং কানাডা টিকাটির অগ্রিম অর্ডার দিয়ে রেখেছে। এ ছাড়া দরিদ্র দেশগুলোর সরবরাহের জন্য কোভ্যাক্স প্রকল্পের মাধ্যমে ৫০০ মিলিয়ন ডোজও অর্ডার করা হয়েছে।