আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস অনুশীলনেই মারা গেলেন ২৭ বছরের বাস্কেটবল তারকা

অনুশীলনেই মারা গেলেন ২৭ বছরের বাস্কেটবল তারকা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৯, ২০২০ , ২:০৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন নাইজেরিয়ান-আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় মাইকেল ওজো।
ইউরোহুপসের বরাতে খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।
সার্বিয়ান ক্লাব পার্টিজানের সঙ্গে স্বতন্ত্র অনুশীলনে দৌড়ানোর সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ওজোকে দ্রুত বেলগ্রেডের হাসপাতালে নিয়ে যাওয়া। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এক সার্বিয়ান চিকিৎসক জানিয়েছেন, ওজোর অতীতে কোনো ধরনের শারীরিক সমস্যা ছিল না।

ফ্লোরিডা রাজ্যে ক্যারিয়ার শুরু করেন এই বাস্কেটবল তারকা। পুরোদমে পেশাদারি ক্যারিয়ার শুরু করার আগে সেখানে খেলেন টানা পাঁচ বছর। পরে যোগ দেন সার্বিয়ান ক্লাব কেকে এফএমএফ-এ। সেখান থেকে রেড স্টারের সঙ্গে চুক্তি করেন তিনি। ক্লাবটির হয়ে এবিএ সুপার কাপ, দ্য এবিএ লিগ এবং সার্বিয়ান লিগ জিতেছেন ওজো।
রেড স্টারে দুই মৌসুম কাটানোর পর চলতি মৌসুমে ফ্রি-এজেন্ট হিসেবে নতুন ক্লাবের অপেক্ষায় ছিলেন এই বাস্কেটবল তারকা।