আজকের দিন তারিখ ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড অপরাজয়ই থাকলো রিয়াল লিজেন্ডস

অপরাজয়ই থাকলো রিয়াল লিজেন্ডস


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১১:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Real-Legendঅনলাইন স্পোর্টস ডেস্ক: আয়াক্স লিজেন্ডসকে ৩-১ গোলে হারিয়ে কোরাজন ক্লাসিক ম্যাচে অপরাজই থাকলো রিয়াল মাদ্রিদ লিজেন্ডস। ফলে ২০১০ সাল থেকে বার্নাব্যুতে আয়োজন করা এই বিশেষ ম্যাচটিতে ছয় জয়ের বিপরীতে একটি ড্র দেখলো দলটির কিংবদন্তিরা।

রিয়ালের হয়ে এদিন ছিলেন লুইস ফিগো, রবার্টো কার্লোস, রাউল গঞ্জালেস ও ক্লারেন্স সিড্রফের মতো তারকারা। অন্যদিকে নেদারল্যান্ডের ক্লাব আয়াক্সের হয়ে খেলেন ফন ডার সার, হিটিংগা, পেরেজ ও রিচার্ডের মতো কিংবদন্তিরা।

ম্যাচে লিয়ালের হয়ে একটি করে গোল করেন পর্তুগিজ সাবেক অধিনায়ক ফিগো (২৭), ম্যাক মানামান (৩২) ও বুটারগুয়েনো (৪৭)। তবে আয়াক্স হওয়া গোলটি আসে রিয়াল তারকা সিড্রফের আত্মঘাতি গোল থেকে।

২০১০ সালে সর্বপ্রথম ইতালিয়ান ক্লাব এসি মিলান গ্লোরির বিপক্ষে ৪-৩ গেমে জয় পায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল। পরবর্তীতে ২০১১তে বায়ার্ন মিউনিখ ভেটারনেন বিপক্ষে ৮-৩, ২০১২ ম্যানচেস্টার ইউনাইটেড ভেটারনেন বিপক্ষে ৩-২, ২০১৩ জুভেন্টাস লিজেন্ডসের বিপক্ষে ২-১, ২০১৪ ইন্টার মিলান ফরএভারের বিপক্ষে ২-২ ও ২০১৫ লিভারপুল লিজেন্ডেসের বিপক্ষে ৪-২।