আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// অবরুদ্ধ কিয়েভ, পালাচ্ছে মানুষ

অবরুদ্ধ কিয়েভ, পালাচ্ছে মানুষ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৫, ২০২২ , ৩:৪৯ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : রুশ অভিযানের দ্বিতীয় দিনেই ইউক্রেনের রাজধানী কিয়েভ অবরুদ্ধ হয়ে পড়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন রাজধানী শহরটি রাতভর ভয়াবহ রকেট হামলার শিকার হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার সরকারের কাছে তথ্য রয়েছে যে, ‘বিধ্বংসী গ্রুপ’ কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, শহরটি অবরুদ্ধ হয়ে পড়তে পারে। এর আগে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান রুশ অভিযানে তার দেশের ১৩৭ জন সেনা ও বেসামরিক নিহত হয়েছে। তবে এই হিসাব কিয়েভে রাতভর হামলা চলার আগের। রুশ বাহিনী কিয়েভ অভিমুখের সব সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে।

ইউক্রেনের বিভিন্ন বিমান ঘাঁটি এবং সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর সড়কগুলোর নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। রাজধানীতে হামলা শুরুর পর কিয়েভের হাজার হাজার বাসিন্দা বাঙ্কারে আশ্রয় নিয়েছেন কিংবা শহর ছেড়ে পালিয়েছেন। কিয়েভ থেকে দশ কিলোমিটার দূরে ইউক্রেনের প্রধান বিমানবন্দর হোস্টোমেল এর নিয়ন্ত্রণ নিতে লড়াই চালিয়ে যাচ্ছে রুশ ও ইউক্রেনীয় বাহিনী। তবে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, শত্রু গ্রুপ ইতোমধ্যে শহরে ঢুকে পড়েছে। ইউক্রেনীয় বাহিনী রুশ অগ্রযাত্রা ঠেকাতে সামি শহরে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে। কিয়েভ থেকে ৩০ কিলোমিটার দূরের এই শহরে তীব্র লড়াইয়ের একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের সেনাবাহিনী।