আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অবশেষে খুলছে ‘মধুমিতা’ সিনেমা হল

অবশেষে খুলছে ‘মধুমিতা’ সিনেমা হল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২০, ২০২১ , ১২:৪৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : করোনা মহামারির কারনে ১৪ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলছে ঢাকার ঐতিহ্যবাহী ‘মধুমিতা’ সিনেমা হল। আগামী ২৫ জুন ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘নবাব এলএলবি’ ছবির মাধ্যমে খুলছে হলটি। প্রতিদিন (দুপুর ১২টা, বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায়) তিনটি শো চলবে। স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ টিকিট ছাড়া হবে। ঈদুল আযহায় সিনেমা হলের পেছনে পশুরহাট বসার কারনে সিনেমা হল কয়েকদিন বন্ধ থাকার পর আবার ঈদের দিন থেকে খুলে দেওয়া হবে।
মধুমিতা হলের ম্যানেজিং ডিরেক্টর ইফতেখার উদ্দিন নওশাদ অনলাইনকে বলেন, ‘অনেকই ধরে নিয়েছিলো আমরা বোধহয় আর মধুমিতা সিনেমা হল খুলবো না। কিন্তু আমরা ভালো ছবি পাচ্ছিলাম না। শাকিব খানের ছবি বলেই ১৪ মাস পর করোনা মহামারির মধ্যেই সিনেমা হল খুলতে যাচ্ছি। করোনা পরিস্থিতিতে দর্শকরা সিনেমা হলে আসবেন কিনা তা নিয়ে শঙ্কা কিন্তু থাকছেই। তাই ২৫-৩০ শতাংশ টিকিট বিক্রি হলেই আমরা খুশি হবো।’
দেশীয় নতুন ছবি মুক্তির পাশাপাশি ভারতীয় ছবি আমদানির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি বলেন, ‘গাড়িতে যদি তেল দেই তাহলে গাড়ি চলবে, তেল না দিলে গাড়ি চলবে না। তেমনি সিনেমা হলে নতুন ছবি আসলে হল চলবে, না হলে চলবে না। এজন্য নতুন ছবি আমদানি করা দরকার।’
‘নবাব এলএলবি’ ছবিটি দীর্ঘ পাঁচ মাস সেন্সর বোর্ডে নানাবিধ লড়াইয়ের পর গত বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ছাড়পত্র পেয়েছে। এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু।