আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস অবশেষে মেসিকে ‘স্বাগত’ জানালেন এমবাপ্পে

অবশেষে মেসিকে ‘স্বাগত’ জানালেন এমবাপ্পে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৩, ২০২১ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : অবশেষে পিএসজিতে লিওনেল মেসিকে ‘স্বাগত’ জানালেন দলের অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পে। পাক্কা দুই দিন পর নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম আইডিতে মেসিকে কিংবদন্তী আখ্যা দিয়ে স্বাগতম জানান ফরাসি এই সুপারস্টার।
এদিকে, মেসির পিএসজিতে আসার খবর শুনেই চারদিকে হইচই পড়ে যায়। সবার মুখে একই কথা- নেইমার ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে মেসি, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণভাগ হতে যাচ্ছে ফরাসি জায়ান্টদের। আর্জেন্টাইন ফরোয়ার্ডও দিলেন সেই আভাস। আর দুই ‘বিশ্বসেরা’ খেলোয়াড়ের সঙ্গে খেলতে যাচ্ছেন বলে রোমাঞ্চিত ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। নেইমার-এমবাপ্পেদের সঙ্গে খেলতে নামার কথা ভেবে রোমাঞ্চিত মেসি বলেন, ‘আমি খুব খুশি। এটা সত্যিই অবিশ্বাস্য। আমার অনেক ঈর্ষা ছিল; আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে যাচ্ছি। এটা সবসময় ভালো।’
পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তিতে সই করেছেন আর্জেন্টাইন তারকা। সঙ্গে এক বছর চুক্তি বাড়ানোর সুযোগও রয়েছে। এবার নেইমার ও এমবাপ্পের সঙ্গে মাঠে নামার পালা।