আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস অবামেয়াংয়ের জোড়া গোলে ফাইনালে আর্সেনাল

অবামেয়াংয়ের জোড়া গোলে ফাইনালে আর্সেনাল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৯, ২০২০ , ১১:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে নিজেদের ফিরে পাওয়ার কথা জানান দিয়েছিল আর্সেনাল। এবার তার ধারাবাহিকতা দেখা গেল এফএ কাপের সেমিফাইনালেও। নান্দনিক ফুটবল উপহার দিয়ে সহজেই ম্যানচেস্টার সিটিকে হারালেন মাইকেল আর্তেতার শিষ্যরা। নাম লেখাল ফাইনালে। শনিবার রাতে ওয়েলম্বলি স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। এ জয়ের কীর্তি একাই গড়েছেন গ্যাবনের ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং। সিটিজেনদের জালে দুবারই বল জড়িয়েছেন তিনি। ম্যাচের ১৯তম মিনিটে দুর্দান্ত এক ফিনিশে গোল করেন অবামেয়াং। ডান দিক থেকে নিকোলাস পেপের ক্রস আলতো হাফ-ভলিতে বল জালে পাঠান তিনি। গোল শোধে মরিয়া সিটি বিরতির পরও বেশ কয়েকটি ভালো আক্রমণ করে। কিন্তু সবই ব্যর্থ হয়। ৭১ মিনিটে ম্যানসিটির কফিনে শেষ প্যারেক ঠুকে দেন অবামেয়াং।

এবার কিয়েরন টিয়ারনির লম্বা পাসকে নিয়ে বক্সের মধ্যে ঢুকে একাই গোলরক্ষককে পরাস্ত করেন অবামেয়াং। সে ছিল এক দৃষ্টিনন্দন গোল। বাকি সময়ে আর কোনো গোল হয়নি। ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসির মধ্যকার রোববারের ম্যাচে বিজয়ী দল।