আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অভিনেতা ইভান সাইর এর গ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

অভিনেতা ইভান সাইর এর গ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৬, ২০২২ , ৩:১২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : এই প্রজন্মের মেধাবী অভিনেতা ইভান সাইর এর গ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সুদিদখালিতে। গেলো ১৪ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে আনুমানিক ১টার দিকে তাদের বাসায় এক বা একাধিক ডাকাত দল ঢুকে দীর্ঘ সময় ধরে এই ডাকাতি করে বলে জানা গেছে। এসময় ডাকাতদল ইভানের বাড়ির সবগুলো আলমারি, শো-কেস, ড্রেসিং টেবিল তছনছ করে। বাসার সবগুলো তালা ভেঙ্গেচুরে জিনিসপত্র এলোমেলো করে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা, ল্যাপটপ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ডাকাতি করে বলে তিনি জানান। একসময় আশাপাশের বাড়ির মানুষজন ঘটনা টের পেয়ে গেলে কাপড় চোপড় এবং আরো কিছু জিনিসপত্র ফেলে পালিয়ে যায় ডাকাতদল। এই সময়ে ইভান সাইর এর বাবা মা ঢাকাতে বাসায় অবস্থান করছিলেন। দেশের বাড়িতে একজন বিশ্বস্ত প্রতিনিধি বাড়ির খেয়াল রাখছিলেন বলে তিনি জানিয়েছেন। তবে মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোন মানুষের ক্ষতি হয়নি।  এ ব্যাপারে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ইভান সাইর।

এ প্রসঙ্গে তিনি বললেন, ইদানিং আমাদের ঐ এলাকায় এই রকম ডাকাতির উৎপাত অনেক বেড়ে গেছে। পুলিশ এবং প্রশাসনের সঠিক এবং আন্তরিক দৃষ্টি না পরলে সামনে আরো বড় ক্ষতির আশংকা করছি। সবার কাছে আমি এবং আমার পরিবারের জন্য দোয়া চাই।