আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অভিনেতা রাইমোহনের ঝুলন্ত দেহ উদ্ধার

অভিনেতা রাইমোহনের ঝুলন্ত দেহ উদ্ধার


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২২ , ১০:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : ভারতের ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবারও শোকের খবর। অভিনেত্রী রাশমিরেখা ওঝার ‘আত্মহত্যা’র সপ্তাহও পার না হতেই এবার জনপ্রিয় অভিনেতা রাইমোহন পারিদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুন) সকালে ভুবনেশ্বরের প্রাচী বিহারে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় এই অভিনেতার মরদেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সম্ভবত ‘আত্মহত্যা’ই করেছেন রাইমোহন পারিদা। তবে কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন এই অভিনেতা, সে ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি। অভিনেতার ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। রাইমোহন স্ত্রী ও দুই মেয়েকে রেখে গেছেন। জানা যায়, একশো’র বেশি ওড়িশা সিনেমায় অভিনয় করেছেন রাইমোহন। শুধু ওড়িশাই নয়, বেশ কিছু ভারতীয় বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ২০১৫ সালে হারা পাটনায়েকের মৃত্যুর পর থেকে ওড়িশা ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত ভিলেন ছিলেন রাইমোহন। ‘পাকা কম্বল পট ছাট্টা’ দিয়ে সিনেমায় ক্যারিয়ার শুরু করেন রাইমোহনের। এরপর একে একে সাগর, সিঙ্গা বাহিনি, সুনা ভাউজা, মেন্টাল-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।