আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অভিনেত্রী তিন্নির বাড়িতে ৭ জন করোনা আক্রান্ত

অভিনেত্রী তিন্নির বাড়িতে ৭ জন করোনা আক্রান্ত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৫, ২০২০ , ৫:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : করোনা এই সময়ে কানাডার মন্ট্রিয়েলের লাসাল শহরে মেয়ে ওয়ারিশাকে নিয়ে বসবাস করছেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। তিন্নি যে বাড়িতে আছেন সে বাড়িতে সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছেন বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে বেশ আতঙ্কে দিন কাটছে তার। দীর্ঘ দেড় মাস ধরে ঘরে আটকে আছেন এই অভিনেত্রী। তিন্নি বলেন, ‘আমার তিন ফুপু আছেন কানাডায়। বাবা-মা বাংলাদেশে। প্রতিদিনই ফোনে কথা হয়, কিন্তু বাবা-মার জন্য চিন্তা হচ্ছে। দাদাবাড়ি নেত্রকোনায়। সেখানকার কাজিনরা, ঢাকায় বাবা-মা, কানাডার ফুপুরা মিলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা চ্যাট গ্রুপ খুলেছি। সেখানে সবাই একসঙ্গে যোগাযোগ করছি। ২০১৬ সালের অক্টোবর মাসে কানাডায় চলে যান তিন্নি। প্রায় পাঁচ বছর হলো। সেখানে একটি কল সেন্টারে চাকরি করেন তিন্নি।