আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অভিনয় আগ্রহী শাহরুখ কন্যা

অভিনয় আগ্রহী শাহরুখ কন্যা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ৩:৩৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


SRKঅনলাইন বিনোদন ডেস্ক: শাহরুখ খান একজন আদর্শ পিতা এ কথা নতুন করে বলার কিছু নেই। বড় পুত্র আরিয়ানের সঙ্গে দেখা করার জন্য যুক্তরাজ্যে যাওয়া-আসার মধ্যেই থাকেন বলিউডের এই অভিনেতা। কারণ, আরিয়ান সেখানে পড়াশুনা করছেন।

এ ছাড়া প্রতি আইপিএল’এ কন্যা সুহানার সঙ্গে দেখা যায় তাকে। অন্যদিকে কনিষ্ঠপুত্র আবরাম সমাজিক যোগাযোগ মাধ্যমগুলো রাজত্ব করছেন।

অন্যান্য বাবাদের মতো কিং খানও তার সন্তানদের সঙ্গে সময় কাটানোর জন্য পাগল হয়ে থাকেন।

তবে সবচেয়ে মজার বিষয় হলো, সম্প্রতি ছোট আরিয়ানকে নিয়ে ও নাওয়া-খাওয়া ছেড়ে ‘ফাইন্ডিং নেমো’ ছবিটি ১৩বার দেখেছেন। এ কারণে ছেলেকে ধন্যবাদও জানিয়েছেন বলিউড বাদশা।

সন্তানদের ক্যারিয়ারের পছন্দ ও গুরুত্বপূর্ণ জিনিস কোনটি? এমন প্রশ্নের জবাবে ৫০ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘সুহানা অভিনয় করতে চায়। আমার সন্তানদের মধ্যে ও একমাত্র যে কিন‍া রূপালি জগতে পা রাখার ইচ্ছা রয়েছে। তার জন্য অভিনয় শুধু বলিউড পর্যন্ত সীমাবদ্ধ হবে না। আমি চাই ও টেলিভিশন, থিয়েটার ও ছবিতেও কাজ করুক।’

যোগ করে তিনি আরও বলেন, ‘সুহানার অভিনয় দক্ষতা খুবই ভালো। তার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমি সবসময় ওর পাশে রয়েছি।’