অভিষেকেই হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাথান এলিস
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৭, ২০২১ , ১:৪০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : এত দ্রুত অস্ট্রেলিয়ার মূল দলে আসার কথা ছিল না তার। করোনার কারণে রিজার্ব খেলোয়াড় হিসেবে বাংলাদেশ সফরে আসেন। কিন্তু রাইলি মেরেডিথের চোটে কপাল খুলে যায়। মূল দলে জায়গা পান এবং আজ (৬ আগস্ট) অভিষেকও হয়ে গেলো নাথান এলিসের। আর তাতে হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন। মিরপুরে সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে শুরু হওয়া বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মিচেল স্টার্কের বদলি হিসেবে খেলতে নামেন নাথান এলিস। প্রথম তিন ওভারে ২৯ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। দলীয় ও ব্যক্তিগত শেষ ওভার করতে এসে চতুর্থ বলেই সেট ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট নেন। পরের দুই বলে মোস্তাফিজ ও মেহেদী হাসানকে শিকার করেন।
অথচ শেষ ওভারে সবাই ধারণা করে রেখেছিল ড্যান ক্রিস্টিয়ানকে আনবেন অজি দলপতি ম্যাথু ওয়েড। কিন্তু নিয়ে আসলেন অভিষিক্ত নাথান এলিস। আর তিনিও অধিনায়কের আস্থার পুরো প্রতিদান দিলেন। নিজেকেও ইতিহাসের পাতায় নিয়ে গেলেন। প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অভিষেকে হ্যাটট্রিকের অনন্য নজির গড়লেন তিনি। এর আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকের রেকর্ড আছে তিন জন বোলারের। ২০০৭ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ব্রেট লি, ২০১৭ সালে শ্রীলঙ্কার লাথিস মালিঙ্গা ও ২০১৯ সালে হ্যাটট্রিক করেন ভারতের দীপক চাহার। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে এটি ১৭তম হ্যাটট্রিক। এর মধ্যে একমাত্র বোলার হিসেবে মালিঙ্গা দু’বার এ রেকর্ড গড়েছেন।