অভিষেক রাঙানো হলো না তানজিদের
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩১, ২০২৩ , ৪:৫৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : হোটেলের ব্যালকনিতে তারা দুজন, টিম ফটোসেশনে তারা একসঙ্গে, নেটে সেশনেও তারা; যেন দুজন জোড় হয়েই এসেছেন। মাঠের বাইরে মোহাম্মদ নাঈম শেখ ও তরুণ তুর্কি তানজিদ হাসান তামিমের এমন সখ্যতা বার্তা দিয়েছিল নতুন ওপেনিং জুটির। শেষ পর্যন্ত তাই হলো। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ঘটে তানজিদের। ১৪৩তম ক্রিকেটার হিসেবে লাল সবুজের জার্সিতে অভিষেক ঘটে এই তরুণের। অভিজ্ঞতা ও তরুণের মিশেলে সূচনা হয় নতুন ওপেনিং জুটির।
এশিয়া কাপে তামিমের কপাল খুলে যায় মূলত ইমার্জিং এশিয়া কাপে দারুণ খেলায়। ৪ ম্যাচের মধ্যে তিনটিতেই করেছিলেন ফিফটি। সর্বোচ্চ রান ছিল ৬৮। টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক (১৭৯) হয়ে আলো করে নিয়েছিলেন। আলোচনায় ছিল তার আগ্রাসী ব্যাটিংয়ের চিত্র। ১১৬.৯৯ স্ট্রাইক রেটে হাত ঘুরান উইকেটের চারিদিকে।
অভিষেকে শূন্যরানে আউট হওয়া ১৬তম ক্রিকেটার তানজিদ। সবশেষ আউট হয়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। বর্তমানে জাতীয় দলে খেলা শরিফুল ইসলামও আছেন এই তালিকায়। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে অভিষেকে শূন্যরানে আউট হয়েছিলেন গাজী আশরাফ, ১৯৮৬ সালে।
এ ছাড়া গতকাল সংবাদ সম্মলেনে সাকিব বলেছেন আশার কথা, ‘আসলে আমি ওকে দেখিনি ভালোভাবে। আমি খুবই আশাবাদী সে ভালো কিছু করবে।’