আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস অভিষেক হচ্ছে শামিম পাটোয়ারির, বিশ্রামে লিটন

অভিষেক হচ্ছে শামিম পাটোয়ারির, বিশ্রামে লিটন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৩, ২০২১ , ১২:৩৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় হাতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন লিটন দাস। পরে জিম্বাবুয়ের করা ১৫২ রানের চ্যালেঞ্জিং স্কোর টপকে মাহমুদউল্লাহ রিয়াদের দল ৮ উইকেটে জিতলেও, ব্যাটিংয়ে নামা হয়নি লিটন দাসের। আসলে লিটন দাসের সমস্যাটা কী? তার সর্বশেষ অবস্থা কী? আজ ২৩ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ কি খেলতে পারবেন লিটন? উত্তর দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। শুক্রবার সকালে প্রধান নির্বাচক জানান, লিটনের আগে যে হাতের কবজিতে ব্যথা ছিল, সেখানেই ব্যথা পেয়েছে। এ কারণেই তার পক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিংয়ে নামা সম্ভব হয়নি।
এদিকে মিনহাজুল আবেদিন নান্নু আরও জানিয়েছেন, আজ (শুক্রবার) হারারে স্পোর্টস ক্লাব মাঠে অভিষেক হচ্ছে তরুণ অলরাউন্ডার শামিম পাটোয়ারির। বাংলাদেশের ৭১তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি অভিষেক হতে চলেছে তার। নান্নুর ব্যাখ্যা, লিটন দাস আজ খেলতে পারবে না। তাই শামিম পাটোয়ারিকে খেলানো হবে।
তার মানে হাঁটুর ইনজুরিতে বাদ পড়া তামিম ইকবাল, বাবা মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফেরা মুশফিকুর রহিমের পর আজ দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ মাঠে নামবে লিটন দাসকে ছাড়া। তিন তিনজন ব্যাটিং স্তম্ভ নেই। তার বদলে নাইম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদির সঙ্গে শামিম পাটোয়ারির মত তরুণরাই এখন অধিনায়ক রিয়াদের ভরসা।