অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২০ , ৭:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : অভ্যন্তরীণ তিন রুটে বিমান চলাচল শুরু হয়েছে। সোমবার (১ জুন) সকালে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে গেছে ৫টি ফ্লাইট। এদিকে স্বাস্থ্যবিধি মেনে কম যাত্রী পরিবহন করলেও ভাড়া বাড়ায়নি বিমান সংস্থাগুলো।
যাত্রী সংকটের কারণে সিলেটের দুটি, সৈয়দপুরের একটি ও চট্টগ্রামের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে বিমান বাংলাদেশে এয়ারলাইন্স, নভোএয়ার ও ইউএস বাংলার প্রতিদিন ২৪টি ফ্লাইট চলবে।
এরমধ্যে চট্টগ্রামে ১১টি, সিলেটে ৪টি এবং সৈয়দপুরে ৯টি ফ্লাইট চলবে। ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত তিনটি রুটে ২৪টি ফ্লাইট চলবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, স্বাস্থ্যবিধির কারণে প্রতি ফ্লাইটে ৫০ শতাংশের বেশি যাত্রী নেয়া যাবে না।
৪৫ মিনিট পর একটি করে ফ্লাইট থাকবে। স্বাস্থ্য পরীক্ষায় কোনো যাত্রীর শরীরের তাপমাত্রা ৯৯ ডিগ্রি ফারেনহাইট থাকলে তাকে ফ্লাইটে নেয়া হবে না।