আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অমিতাভের বিরুদ্ধে দীপিকার অভিযোগ!

অমিতাভের বিরুদ্ধে দীপিকার অভিযোগ!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২১ , ২:৫৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের বিরুদ্ধে অভিযোগ করেছেন দীপিকা পাড়ুকোন। ভারতের এক ঝাঁক সাংবাদিকের সামনেই অভিযোগ করেছেন দীপিকা। এ সময় অমিতাভ বচ্চন দীপিকার পাশেই বসে ছিলেন। অমিতাভকে দেখিয়ে দীপিকা বলেন, ‘উনি আমার খাবার চুরি করেন!’ পাল্টা জবাবে অমিতাভ বলেন, ‘আমি দিনে ৩ বার খাই। দীপিকা খান ৩ মিনিট অন্তর! তার থেকেও বড় রহস্য, এত খাবার যায় কোথায়?’ এমন উত্তরে বেশ মজা পেয়েছেন উপস্থিত সাংবাদিকেরা।

মজার ছলেই এ অভিযোগ করেছেন দীপিকা। আর বিগ বিও উত্তর দিয়েছেন মজার করেই। তবে অমিতাভ আরও জানতে চান, সারাদিন খেয়েও দীপিকা এমন গড়ন কী করে করেছেন। জানা গেছে, সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ সিনেমায় বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ-দীপিকা। পর্দায় এমন খুনসুটিতে মাততে দেখা গিয়েছিল তাদের।