আজকের দিন তারিখ ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অলংকার চৌধুরীর ছুটে চলা

অলংকার চৌধুরীর ছুটে চলা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৫, ২০২১ , ২:২৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  হাস্যোজ্বল সম্ভাবনাময়ী মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস অনামিকা। তবে শোবিজে পরিচিত অলংকার চৌধুরী নামে। মিষ্টি হাসির এ মডেল এরইমধ্যে শোবিজে নিজের প্রতিভার জানান দিয়েছেন। মিউজিক ভিডিওতে দৃষ্টিনন্দন উপস্থিতি সবার মন জয় করতে সক্ষম হয়েছেন। করেছেন বেশ কিছুবিজ্ঞাপন চিত্রে কাজ। এতোদিন নিজেকে ছোট ক্যানভাসে বন্দি করে রাখলেও বড়পর্দায়অভিষেকের অপেক্ষায়। সৌমিত্র ঘোষ ইমন পরিচালিত চলতি বছরই একক নায়িকা হিসেবে অভিষেকহবেন চলচ্চিত্রে। তবে এ সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত আলাপ নয় খুব শীঘ্রই এব্যাপারে আনুষ্ঠানিক ভাবে জানানো হবে।

আসিফ আকবার, ইমরান, প্রতীক হাসান, মাহতিম শাকিব, নদী সহ জনপ্রিয় শিল্পীদের গানের মিউজিকভিডিওতে মডেল হয়েছেন তিনি। করেছেন এক ডজনেরও অধিক মিউজিক ভিডিওতে কাজ। মুক্তির অপেক্ষায় আছে আসন্ন ভালোবাসা দিবসের সংগীতশিল্পী কাজী শুভর ‘তুমি শুধু তুমি’ শিরোনামের নতুন গানচিত্র। সম্প্রতি এটি কক্সবাজার চিত্রায়ণ হয়েছে। এছাড়াও আরওকয়েকটি মিউজিক ভিডিও মুক্তির অপেক্ষায় আছে। এরইমধ্যে শেষ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভুল’। অচিরেই এটি মুক্তি পাবে। ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছে একক নাটক ‘ওয়াইফ যখন হাজবেন্ড’। নাটকটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। আসছে ভালোবাসা দিবসে নাটকটি প্রচারিত হবে।

পহেলা জানুয়ারি অবমুক্ত হয়েছে বিপ্লব সাহারকন্ঠে জিয়া উদ্দিন আলমের কথায় ‘একটু একটু করে’ শিরোনামের গানচিত্র। অলংকার চৌধুরী বলেন,ছোটবেলা থেকে স্বপ্নছিল শোবিজে কাজ করব। অনেক আগেই সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তৈরি করছি। হারিয়ে যেতে নয় শোবিজে শক্ত অবস্থান করতেবেছে বেছে কাজ করছি। সবারই স্বপ্ন থাকে চলচ্চিত্রে কাজ করার আমারও ছিল যা চলতিবছরই পূরণ হতে যাচ্ছে। অচিরেই সিনেমা দিয়ে নতুন লুকে দর্শকের সামনে হাজির হব। আশাকরছি দর্শক নিরাশ হবে না ভালো কিছুই পেতে যাচ্ছে।