আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস অলিম্পিকে আর্জেন্টিনা দলে খেলবেন যারা

অলিম্পিকে আর্জেন্টিনা দলে খেলবেন যারা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২১ , ১১:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : কোপা আমেরিকা ও ইউরো -২০২০ শেষে ফুটবলপ্রেমীদের এখন চোখ টকিও অলিম্পিকের দিকে। যেখানে খেলবে – ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, স্পেনের মতো আন্তর্জাতিক ফুটবলে শক্তিশালী সব দল। ছেলেদের ফুটবলে মোট ১৬ দলের খেলা হবে। অলিম্পিকের মেয়েদের ফুটবল শুরু হবে ২১ জুলাই, ছেলেদের ফুটবল তার একদিন পরেই। যদিও অলিম্পিকে বয়সের সীমাবদ্ধতায় বিশ্বফুটবলের সেরা তারকাদের তেমন একটা দেখা মেলে না, তবুও টুর্নামেন্টের আকর্ষণের কমতি নেই। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর আসরে সোনা জয় পেতে চাইবে যে কোনো দেশ! সেই লক্ষ্যে বিশ্বসেরা রাইটব্যাক দানি আলভেজকে নিয়ে অলিম্পিকের জন্য ২২ জনের দল চূড়ান্ত করেছে ব্রাজিল। অলিম্পিকের জন্য দল চূড়ান্ত করেছে আর্জেন্টিনার অলিম্পিক দলের কোচ ফার্নান্দো বাতিস্তাও। ব্রাজিলের মতো পরিচিত মুখ আর্জেন্টিনা দলে তেমন নেই। দলে যারা রয়েছেন – আতলেতিকো মাদ্রিদ থেকে গ্রানাডায় ধারে খেলা ডিফেন্ডার নেহুয়েন পেরেস, ইংলিশ ক্লাব ব্রাইটনের মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, ফ্রান্সের ক্লাব লাঁসের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা, ভেলেজ সার্জফিল্ডের মিডফিল্ডার থিয়াগো আলমাদা, যুক্তরাষ্ট্রের ক্লাব আটলান্টা ইউনাইটেডের মিডফিল্ডার এজেকিয়েল বার্কো, রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কোর স্ট্রাইকার আদোলফো গাইস। চোটের কারণে কোপা আমেরিকার দল থেকে ছিটকে গিয়েছিলেন স্ট্রাইকার লুকাস আলারিও। কিন্তু চোট এখনও সেভাবে না সারায় অলিম্পিকেও তাকে নেননি ফার্নান্দো। অলিম্পিকের নিয়ম অনুযায়ী, ২৪ এর বেশি তিনজন খেলোয়াড় রাখা যাবে দলে। কিন্তু সুযোগ পেয়েও বেশি বয়সি ৩ জন না নিয়ে একজনে ভরসা রেখেছেন কোচ ফার্নান্দো। আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রাল থেকে গত মৌসুমে স্প্যানিশ ক্লাব কাদিজে ধারে খেলা গোলকিপার জেরেমাই লেদেসমাকে দলে টেনেছেন তিনি। গোলবার সামলানোর জন্য একটু অভিজ্ঞ খেলোয়াড়ই পছন্দ আর্জেন্টাইন কোচের।