আজকের দিন তারিখ ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল অল্প সময়ে ঝটপট তৈরি করুন মজাদার চিজ বল

অল্প সময়ে ঝটপট তৈরি করুন মজাদার চিজ বল


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ৭:৩০ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


st-01কাগজ অনলাইন ডেস্ক: বাঙালীদের ইফতারে পেঁয়াজু, বেগুনি, বুট, আলুর চপ বেশিই বেশি দেখা যায়। তবে স্বাদের ভিন্নতার জন্য কখনও কখনও কাবাব, পরোটা, চিকেন পাফ, হালিম ইত্যাদি তৈরি করা হয়। তবে এই খাবারগুলো তৈরি বেশ সময়সাপেক্ষ এবং ঝামেলাময়। ইফতারে অনেকেই খোঁজেন ঝটপট সহজ কোন রান্না। এমনি একটি রান্না হল চিজ বল। সহজ অল্প সময়ে তৈরি করা সম্ভব এই খাবারটি।

উপকরণ:

২ কাপ পনির কুচি

১ কাপ ব্রেড ক্রাম্বস

তেল

১ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার

২ টেবিল চামচ ময়দা

১.৫ ইঞ্চি আদা কুচি

১/৪ চা চামচ গোল মরিচ গুঁড়ো

লবণ স্বাদমত

২ চা চামচ লেবুর রস

১ চিমটি বেকিং সোডা

২টি কাঁচা মরিচ কুচি

১/৪ চা চামচ লাল মরিচ গুঁড়ো

১/৪ চা চামচ জিরা গুঁড়ো

১ টেবিল চামচ ধনেপাতা কুচি

প্রণালী:

১। একটি পাত্রে পনির কুচি, ব্রেড ক্রাম্বস, ময়দা, আদা কুচি, গোল মরিচ গুঁড়ো, লবণ, লেবুর রস, বেকিং সোডা, কাঁচা মরিচ কুচি, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনেপাতা কুচির সাথে অল্প পানি মিশিয়ে ডো তৈরি করে নিন।

২। ডোটি দিয়ে ছোট ছোট বল তৈরি করুন।

৩। চুলায় তেল গরম করতে দিন। তেল গরম হয়ে আসলে এতে বলগুলো দিয়ে দিন।

৪। মাঝারি আঁচে বলগুলো ভাজুন। বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।

৫। ব্যস তৈরি হয়ে গেল মজাদার চিজ বল।