আজকের দিন তারিখ ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অশ্লীল ওয়েব সিরিজ সরাতে আইনি নোটিশ

অশ্লীল ওয়েব সিরিজ সরাতে আইনি নোটিশ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২০ , ৬:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  বেশ কিছুদিন ধরে অনলাইনে নতুন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম বিং-তে মুক্তি পাওয়া দেশের কয়েকটি ওয়েব সিরিজের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠেছে।

এ অভিযোগের প্রেক্ষিতে রোববার (১৪ জুন) ওয়েব ভিত্তিক মিডিয়া সার্ভিস প্লাটফর্মগুলোতে প্রকাশ করা দেশীয় সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ বিরোধী অনুপোযোগী কনটেন্ট সরাতে সরকারকে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ।

তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান, আইজিপিসহ সংশ্লিষ্টদের বরাবরে পাঠানো ওই লিগ্যাল নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এই প্রসঙ্গে তানভীর আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ওয়েব সিরিজ ‘বুমেরাং’ ও ক্রাইম থ্রিলার ‘আগস্ট ১৪’ সহ সম্প্রতি মুক্তি পাওয়া বেশ কিছু ওয়েব সিরিজগুলোতে অশ্লীল দৃশ্য আছে। যা পর্নোগ্রাফি ও ডিজিটাল সিকিউরিটি আইনের লংঘন করা হয়েছে। ইন্টারনেট ফ্ল্যাটফর্মের যেসব মাধ্যমে এগুলো বানানো ও প্রকাশ করা হয়, তাদের বিষয়ে কোনো রেগুলেশন নেই। তাই তাদের নিয়ন্ত্রণও করছে না কেউ। এ কারণে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধ বিরোধী এসব কনটেন্ট সরাতে নোটিশ দিয়েছি এবং একটি রেগুলেশনও করতে বলেছি