আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি অসুস্থবোধ করায় মির্জা ফখরুলের করোনা টেস্ট

অসুস্থবোধ করায় মির্জা ফখরুলের করোনা টেস্ট


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৯, ২০২১ , ২:১৯ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক : অসুস্থবোধ করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনা পরীক্ষা করাতে দিয়েছেন। রোববার (৯ মে) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। মির্জা ফখরুল বলেন, ‘আমি তো অসুস্থ মানুষ। এখন তো আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, হাসপাতালে যেতে হয়েছে কয়েকবার, তো গতকাল (শনিবার) থেকে আমার শরীরটা একটু খারাপ লাগছিল। আমার কোনো জ্বর নাই কিন্তু তারপরেও নিশ্চিত হওয়ার জন্যই আমি মাঝে মাঝে এই টেস্টটি করাই। সেই ধারাবাহিকতায় রোববার সকালে আমি করোনা টেস্ট করাতে দিয়েছি। আশা করি তিনটা বা চারটার মধ্যে ফলাফল পেয়ে যাব।’

এ সময় খালেদা জিয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ। কিন্ত সরকারের মন্ত্রীরা বিদ্রুপাত্মক কথা বলছে, যা খুবই দুঃখজনক। আওয়ামী লীগের মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা শালীনতা ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে কথা বলবেন। আজকের দিনটি শেষ কথা নয়, দয়া করে বিদ্রুপাত্মক কথা বলা থেকে বিরত থাকুন অন্যথায় ইতিহাস ক্ষমা করবে না।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বয়স্কদের কোভিড পরবর্তী চিকিৎসা ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকরা উদ্বেগের সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন। দলের চেয়ারপারসনের বিদেশে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা আবেদন করেছি। শুনেছি সেটা এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। সরকারে সিদ্ধান্তের আগে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।’