আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছল ফেসবুক

অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছল ফেসবুক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২১ , ২:২১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছল সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠান ‘ফেসবুক’। গত সপ্তাহে বন্ধ করা অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমের পেজগুলো আবারও খুলে দেবে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এর আগে,গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমের সংবাদ পাঠ করা ও শেয়ার দেওয়ার সুযোগ বন্ধ করে দেয় ফেসবুক। অর্থের বিনিময়ে অস্ট্রেলীয় গণমাধ্যমের সংবাদ প্রকাশের প্রস্তাবিত আইনের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয় ফেসবুক।
এ ঘটনার পর আইনটিতে কিছুটা সংশোধনী আনে অস্ট্রেলিয়া সরকার। সূত্র: ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান