অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ব্লেড মন্টু গ্রেপ্তার
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১০:৩৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মন্টু ওরফে ব্লেড মন্টুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে গ্রেপ্তারের এ তথ্যটি জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম কাজল।
তিনি জানান, সন্ধ্যার দিকে কাওরানবাজার রেলগেট এলাকা থেকে অস্ত্রসহ ব্লেড মিন্টুকে গ্রেপ্তার করা হয়। তার নামে অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ সর্বোমোট ১৫টি মামলা আছে বলেও জানান ওসি মাজহারুল ইসলাম কাজল।