আজকের দিন তারিখ ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস অ্যানফিল্ড থেকে ড্র নিয়ে ফিরলো আর্সেনাল

অ্যানফিল্ড থেকে ড্র নিয়ে ফিরলো আর্সেনাল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৪, ২০২২ , ৪:৪০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে উড়তে থাকা লিভারপুলকে আটকে দিয়েছে আর্সেনাল। অ্যানফিল্ডে সেমিফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার মুখমুখি হয়েছিলো দুই দল। ম্যাচের প্রায় পুরোটা সময় একজন কম নিয়ে খেলেও লিভারপুলের মাঠ থেকে ড্র নিয়ে ফিরলো মিকেল আর্তেতার দল। ম্যাচের শুরু থেকেই আর্সেনালের ডি বক্সে একের পর এক আক্রমণের ঝড় উঠিয়েছে লিভারপুল। তবে কাজের কাজটি করতে পারেননি স্ট্রাইকাররা। লিভারপুল ম্যাচে শট নিয়েছে ১৭ টি, যার ভেতর মাত্র ১ টি শটই তারা নিতে পেরেছে অন টার্গেটে। ম্যাচের শুরু থেকেই নিজেদের কাছে বল ধরে রেখেছিলো লিভারপুল। মাচের প্রায় ৭০ শতাংশের উপর বল পজেশন রেখেও ক্লপের দল ব্যর্থ গোল করতে।

অন্যদিকে ম্যাচের প্রায় পুরোটা সময় একজন কম নিয়ে খেলেও কোনো গোল হজম করেনি আর্সেনাল। ম্যাচের ২৪ মিনিটেই লিভারপুলের ডিয়েগো জোটার বুকে বুট দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেন আর্সেনাল মিডফিল্ডার গ্রানিত জাকা। এরপর পুরোটা ম্যাচ আর্সেনাল খেলেছে ঐ ১০ জন নিয়েই। ১০ জনের আর্সেনালের বিপক্ষে পুরোপুরি চড়াও হয়ে খেলছিলো লিভারপুল। পুরো ম্যাচের ৭৮ শতাংশ বল ছিলো লিভারেপুলের দখলে। আক্রমণের পর আক্রমণ করে গেছে তারা। তবে দলের ফরোয়ার্ড লাইনের ব্যর্থতায় কাঙ্খিত গোলের দেখা পায়নি তারা। তাই ম্যাচ শেষে নিজেদের মাঠ থেকে ড্র নিয়েই খুশি থাকতে হয়েছে অলরেডদের।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ইয়ুর্গেন ক্লপের অধীনে এই আর্সেনালের বিপক্ষেই সবচেয়ে বেশি গোল করেছিলো লিভারপুল। সেই তারাই এবার গোল করতে ব্যর্থ আর্সেনালের বিপক্ষে। লিগ কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগ হবে আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার। লিভারপুলের দূর্গখ্যাত অ্যানফিল্ড থেকে ড্র করে গিয়ে নিজেদের মাঠে বেশ আত্মবিশ্বাসের সাথেই নামতে পারবে আর্তেতার দল।