আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অ্যাপের সাহাযে পুরুষ হলেন শ্রাবন্তী!

অ্যাপের সাহাযে পুরুষ হলেন শ্রাবন্তী!


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০২০ , ৭:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে নিজেদের চেহারা পালটে ফেলার ধারা বেশ জনপ্রিয়। সোশাল সাইটে অনেকেই এই মজায় মেতে থাকেন। সাধারণ মানুষদের মতো তারকারাও এসব অ্যাপ ব্যবহারে বেশ আগ্রহী। এসবের মাধ্যমে কখনো ফেস অ্যাপ ব্যবহার করে নিজেকে ২০ বছর এগিয়ে নিয়ে যাওয়া হয়, আবার কখনো নিজের মৃত্যুর কারণ কী, তা জিজ্ঞেস করা হয় ওই ধরনের অ্যাপের সাহায্যে। এবার সেই অ্যাপের সাহায্য নিয়ে বেশ মজা করেই ছবি শেয়ার করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যেখানে তিনি এক নতুন ধরনের অ্যাপের সাহায্যে নিজের চেহারা পাল্টে ফেলেছেন। সেই ছবি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। এই ছবিতে দেখা যায় নায়িকা শ্রাবন্তী পুরুষ হিসেবে হাজির। যুবক শ্রাবন্তীকে দেখে সবাই বেশ মজা পাচ্ছেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সেই ছবি দেখে সেখানে মন্তব্য করতে দেখা যায় অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে। শুধু তাই নয়, শ্রাবন্তী এবং ঐন্দ্রিলার মজার কথোপকথোনও বেশ ছড়িয়ে পড়ে সোশ্যাল সাইটে। এদিকে সম্প্রতি নিজের বাগদান পর্ব সেরে ফেলেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া। নুসরাতের সেই আংটি বদলের ছবি দেখে তাকেও শুভেচ্ছা জানান ঐন্দ্রিলা।