আইএসকে-কে লক্ষ্য করে আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলা
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২১ , ১১:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে ডেস্ক :কাবুল বিমানবন্দরে হামলাকারী ইসলামিক স্টেট অফ খোরাসানের ওপর ড্রোন হামলা করার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৭ আগস্ট) দেশটির পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম।
এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন বিল আর্বান জানান, স্টেট অফ খোরাসানের ওপর ড্রোন হামলা করা হয়েছে। আফগানিস্তানের নানগারহার প্রদেশে ওই হামলা চালানো হয়। আমাদের ধারণা আমরা যাকে লক্ষ্য করে হামলা করেছি সে নিহত হয়েছে। আমরা জানি এই হামলায় কোনো বেসামরিক নাগরিকের মৃত্যু হয়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল । মূলত বিমানবন্দরে চত্বরে জোরালো বিস্ফোরণ হয়। সেই সময় তালেবান অধিকৃত আফগানিস্তান ছাড়তে চাওয়া কয়েক হাজার আফগান নাগরিক জড়ো হয়েছিলেন বিমানবন্দরে। আফগান নাগরিকদের নিয়ে মার্কিন বিমান ওড়ার আগেই পরপর বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিস্ফোরণে ১৮০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন মার্কিন সেনা রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।