আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ‘আইজ্যাক লিটন’ মোশাররফ করিম!

‘আইজ্যাক লিটন’ মোশাররফ করিম!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৮, ২০২২ , ৪:২৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : অভিনেতা মোশাররফ করিমের নাটক বিনোদনের নতুন মাত্রা যোগ করে। আর এই অভিনেতাও পর্দায় নিজেকে ফুটিয়ে তোলেন নানারূপে। সেই ধারাবাহিকতায় এবার তাকে পাওয়া যাবে জগত খ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাকের সূত্রে। আর মোশাররফ হয়েছেন ‘আইজ্যাক লিটন’! নতুন একটি ওয়েব সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। ইতোমধ্যেই প্রকাশ হয়েছে সিরিজটির পোস্টার। সেখানে মোশাররফের অবয়ব ফুটে উঠেছে স্যার আইজ্যাক নিউটনের ছায়া। করছেন আপেল নিয়ে গবেষণাও।

সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। এতে মোশাররফ করিমের সঙ্গে আছেন অর্চিতা স্পর্শিয়া। নির্মাতা বলেন, ‘স্রোতের বিপরীতে হাঁটা মানুষের গল্প এটা। মূলত বিনোদনের জন্যই তৈরি করা হচ্ছে। আসছে ঈদে এটি মুক্তি পাবে।’

তিনি জানান, নানা ধরনের উদ্ভটকাণ্ডে জড়িয়েছেন তিনিও। ইতোমধ্যে এ অভিনেত্রী শুটিং করেছেন সাপ গলায় পেঁচিয়ে। ফেব্রুয়ারিতে এর শুটিং হয়েছে। সিরিজটি আসবে ঈদে বিঞ্জে।