আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা নিয়ে তৈমুরের অভিযোগ, যা বললেন আইভী

আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা নিয়ে তৈমুরের অভিযোগ, যা বললেন আইভী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৩, ২০২২ , ৫:১৬ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


নারায়ণগঞ্জ প্রতিনিধি :  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে কেন্দ্রে করে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানের উপর প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র প্রার্থী এড. তৈমুর আলম খন্দকার। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। তার নেতাকর্মীদের বাড়ি তল্লাশি, হয়রানি ও তাদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন বুধবার রাতে র‍্যাব তার বাড়ির সামনে অবস্থান নিয়েছিল। এ অবস্থায় নেতাকর্মীরা হয়রানির ভয়ে তার বাড়িতে প্রবেশ করতে পারছিলেন না।

আন্তর্জাতিক মহলকে নির্বাচন পর্যবেক্ষণের আহবান জানিয়ে তৈমুর বলেন, ‘আন্তর্জাতিক দূতাবাসের যারা আছেন পাশাপাশি মানবাধিকার কর্মী যারা আছেন সকলকে বলবো আমি নির্বাচন পর্যবেক্ষণ করতে। যে কেন আমাদের বাড়ি বাড়ি পুলিশ যাচ্ছে।’

স্বতন্ত্র প্রার্থীর এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি জানি না কাকে কোথায় ধরা হচ্ছে। বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এটা শুনেছি। উনার নামে হেফাজতের মামলা ছিল। আর কোথায় কি হচ্ছে তা আমি জানি না আর আমার জানার ব্যাপারও না। ওইটা প্রশাসন দেখবে, শহরে যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাহলে তা দেখবে প্রশাসন। আমি তো সারাদিন ব্যস্ত। আমি কোনো সহিংসতার সঙ্গে জড়িত না। কখনো কাউকে বলিনি ওকে ধরেন, ওইটা করেন। আমি চাই ভোট কেন্দ্র যেন পরিষ্কার থাকে, কোনো সন্ত্রাসী যেন ঝামেলা লাগাতে না পারে। ভোটাররা যেন ঠিকমত ভোট দিতে যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেক নির্বাচনের আগে এমন পরিস্থিতি হতেই পারে। এজন্য প্রশাসন সচেতন, তারা এ বিষয় দেখভাল করবে। আমি আমার ভোটারদের বলব, তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে। নারায়ণগঞ্জে এর আগে ৩টা নির্বাচন হয়েছে, পৌরসভা, সিটি করপোরেশন। টানটান উত্তেজনা ছিল। সকলেই ভোট দিতে গেছে, পরিবেশ খুবই সুন্দর ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করবো যেন নারায়ণগঞ্জের পরিবেশ এমন সুন্দর থাকে, উৎসব মুখর থাকে। সেই ব্যবস্থা যেন তারা করেন।’

ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে কোনো বাড়তি সুবিধা পাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘সরকার দলীয় প্রার্থী হিসেবে কখনো কোনো বাড়তি সুবিধা আমি পায়নি আর বাড়তি সুবিধা নিতে আমি পছন্দও করি না। জনস্রোত যখন আমার আশে আছে আমি কেন বাড়তি সুবিধা নিতে যাবো! আমি তো জনবিচ্ছিন্ন কেউ না। প্রশাসন কখনো আমার হাতের মুঠোয় ছিল না, চেষ্টাও করিনি। সব সময় মানুষের দোরগোড়ায় গিয়েছি, আমি আমার জনগণকে পাশে রাখার চেষ্টা করেছি।’