আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আইপিএলে মোস্তাফিজের দুর্দান্ত বোলিং

আইপিএলে মোস্তাফিজের দুর্দান্ত বোলিং


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৬, ২০২১ , ১১:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি দিল্লি ক্যাপিটালস। ইনিংসের প্রথম তিন ওভারে মাত্র ১৫ রান দিয়ে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ ও মিডলঅর্ডার ব্যাটসম্যান সিমরন হিতমায়ারকে আউট করেন মোস্তাফিজুর রহমান। এরপর ইনিংসের শেষ ওভারে কাটার মাস্টারকে বোলিংয়ে নিয়ে আসেন রাজস্থান রয়েলসের অধিনায়ক সাঞ্জু স্যামসন। শেষ ওভারে মাত্র ৭ রান খরচ করেন মোস্তাফিজ। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে শিকার করেন সর্বোচ্চ ২ উইকেট। মোস্তাফিজের মতো চার ওভারে ৪০ রান দিয়ে এক উইকেট নেন কার্তিগ ত্যাগী। ৩৩ রানে ২ উইকেট নেন চেতন সাকারিয়া। শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করে দিল্লি।
সংক্ষিপ্ত স্কোর : দিল্লি ক্যাপিটালস: ২০ ওভারে ১৫৪/৬ ( স্রেয়াশ আইয়ার ৪৩, সিমরন হিতমায়ার ২৮, ঋষভ পন্থ ২৪; মোস্তাফিজ ২/২২, চেতন সাকারিয়া ২/৩৩)।