আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আইপিএলে সাকিব-মুস্তাফিজের খেলার সূচি

আইপিএলে সাকিব-মুস্তাফিজের খেলার সূচি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০২১ , ১২:১৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয়াংশ। রবিবার (১৯ সেপ্টেম্বর) প্রথম দিন মাঠে নামছে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
আইপিএল খেলতে বর্তমানে আমিরাতে অবস্থান করছেন দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবং মুস্তাফিজ রাজস্থান রয়্যালসে। এর আগে গত এপ্রিলে ভারতে অনুষ্ঠিত প্রথম পর্বে প্রতিটি দলই ৭-৮টি ম্যাচ খেলতে পেরেছিল। পরে করোনার কারণে মাঝপথেই টুর্নামেন্টটি স্থগিত ঘোষণা করে বিসিসিআই।
এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ৮ ম্যাচ খেলে ৬ জয় ও ২ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংস ম্যাচ খেলেছে ৭টি। এছাড়া মুস্তাফিজের রাজস্থান ৫ নম্বরে ও সাকিবের কেকেআর রয়েছে তালিকার ৭ নম্বরে। উভয় দলই ৭টি করে ম্যাচ খেলেছে। সবচেয়ে তলানিতে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
এক নজরে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের খেলার সূচি : ২০ সেপ্টেম্বর – কলকাতা বনাম ব্যাঙ্গালোরু – শেখ জায়েদ স্টেডিয়াম (আবুধাবি)- রাত ৮টা। ২১ সেপ্টেম্বর – রাজস্থান বনাম পাঞ্জাব – দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম- রাত ৮টা। ২৩ সেপ্টেম্বর – কলকাতা বনাম মুম্বাই – শেখ জায়েদ স্টেডিয়াম (আবুধাবি)- রাত ৮টা। ২৫ সেপ্টেম্বর – রাজস্থান বনাম দিল্লি – শেখ জায়েদ স্টেডিয়াম (আবুধাবি)- বিকেল ৪টা। ২৬ সেপ্টেম্বর – কলকাতা বনাম চেন্নাই – শেখ জায়েদ স্টেডিয়াম (আবুধাবি)- বিকেল ৪টা। ২৭ সেপ্টেম্বর – রাজস্থান বনাম হায়দ্রাবাদ – দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম- রাত ৮টা। ২৮ সেপ্টেম্বর – কলকাতা বনাম দিল্লি – শারজাহ ক্রিকেট স্টেডিয়াম- বিকেল ৪টা। ২৯ সেপ্টেম্বর – রাজস্থান বনাম ব্যাঙ্গালোরু – দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম- রাত ৮টা। ১ অক্টোবর – কলকাতা বনাম পাঞ্জাব – দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম- রাত ৮টা। ২ অক্টোবর – রাজস্থান বনাম চেন্নাই – শেখ জায়েদ স্টেডিয়াম (আবুধাবি)- রাত ৮টা। ৩ অক্টোবর – কলকাতা বনাম হায়দ্রাবাদ – দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম- রাত ৮টা। ৫ অক্টোবর – রাজস্থান বনাম মুম্বাই – শারজাহ ক্রিকেট স্টেডিয়াম- রাত ৮টা। ৭ অক্টোবর – কলকাতা বনাম রাজস্থান – শারজাহ ক্রিকেট স্টেডিয়াম- রাত ৮টা