আইপিএল ভারতের মুড বদলে দেবে: গম্ভীর
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২০ , ১২:৫৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে আইপিএলের ১৩তম আসর। আইপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান আসরটি মাঠে গড়ানোর জোরালো সম্ভাবনার কথা নিশ্চিত করেছেন। ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরও মনে করছেন, এবারের আইপিএল হবে সবচেয়ে বড় আসর। এবারের আইপিএল করোনার সঙ্গে যুদ্ধ করা ভারতের মুড বদলে দেবে।
স্টার স্পোর্টসকে গৌতম গম্ভীর বলেন, ‘আইপিএল কোথায় হচ্ছে এটা গুরুত্বপূর্ণ নয়। যদি সংযুক্ত আরব আমিরাতে হয় তাহলে বলবো ক্রিকেট খেলার জন্য ওটা অসাধারণ জায়গা। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, করোনাকালের এই আইপিএল ভারতের মুড বদলে দেবে।’
অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ স্থগিত হওয়ায় শেষ পর্যন্ত মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল। ১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু করে ৮ নভেম্বরের মধ্যে তা শেষ করার ব্যাপারে আশাবাদী আইপিএলের গর্ভনিং কাউন্সিল। দু’বারের আইপিএল শিরোপা জয়ী গম্ভীর মনে করেন, এবারের আইপিএল শুধু ব্যাট-বলের লড়াই নয়। তার চেয়েও বেশি কিছু।
ভারতের ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপের এবং ২০১১ বিশ্বকাপের ফাইনালের নায়ক গম্ভীর বলেন, ‘এবারের আসরটি শুধু ফ্র্যাঞ্চাইজিগুলোর জয়, কোন ব্যাটসম্যানের রান পাওয়া কিংবা উইকেট পাওয়ার বিষয় নয়। এটা ভারতের মেজাজা পাল্টে দেবে। আমি তাই পূর্বের চেয়ে এবারের আইপিএলকে সবচেয়ে বড় আসর মনে করছি। কারণ এটা দেশের জন্য খেলা হচ্ছে।’