আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আইপিএল হচ্ছে না এ বছর

আইপিএল হচ্ছে না এ বছর


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২০ , ৬:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


স্পোর্টস ডেস্ক : জনজীবনের মতো ক্রীড়াসূচিরও বারোটা বাজিয়ে দিয়েছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে বন্ধ হয়ে গেছে সব ধরনের মাঠের ক্রিকেট। মার্চ ও এপ্রিল মাসের সব আন্তর্জাতিক সিরিজ ও ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে।

করোনার হিট লিস্টে এবার নাম উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও এশিয়া কাপের। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা টি ২০ বিশ্বকাপ। সেটিও পিছিয়ে যেতে পারে ছয় মাস।

দেরিতে হলেও টি ২০ বিশ্বকাপ হয়তো হবে কিন্তু আইপিএল ও এশিয়া কাপ সম্ভবত বাতিল হয়ে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল টি ২০ ফরম্যাটের এশিয়া কাপ।

ভারতের আপত্তির কারণে এই মহাদেশীয় টুর্নামেন্ট পাকিস্তানের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের চেষ্টা চলছিল। এর মধ্যে মৃত্যুর দূত হয়ে করোনা হাজির হওয়ায় এ বছর আর এশিয়া কাপ মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘আমরা এখন নিশ্চিতভাবেই বলতে পারি এশিয়া কাপ আর হচ্ছে না।’

ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আইপিএলের ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে দেশটির সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে আইপিএলের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। করোনাভাইরাসের কারণে এ বছর আর আইপিএল হচ্ছে না।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএল। করোনার ধাক্কায় সেটি ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেয়া হয়। তার আগেই ১৫ এপ্রিল পর্যন্ত সব বিদেশি ভিসা বাতিল করেছে ভারত সরকার।

দেশটিতে এখন তিন সপ্তাহের লকডাউন চলছে। তাতেও করোনার বিস্তার না থামায় আইপিএল বাতিলের কোনো বিকল্প নেই। এ বছর খেলা না হলে এবারের দল নিয়েই আগামী বছর আইপিএল হবে।

আইপিএল আয়োজকদের একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, এ বছর আইপিএল হচ্ছে না। আগামী বছর হতে পারে। বর্তমান পরিস্থিতিতে কেউ ঝুঁকি নেবে না। স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। তাই আইপিএল আগামী বছর করাই ভালো। সরকারের কাছ থেকে নির্দেশনা পেলেই আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেব, এবারের আইপিএল আগামী মৌসুমে হবে।’