আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য আইপিওতে আসছে স্ক্যানডেক্স বিডি

আইপিওতে আসছে স্ক্যানডেক্স বিডি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩, ২০২১ , ১২:৫৪ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : পুঁজিবাজারের স্মলক্যাপ প্লাটফর্ম থেকে অর্থ সংগ্রহ করবে স্ক্যানডেক্স (বিডি) লিমিটেড। স্ক্যানডেক্স বিডি লিমিটেড শতভাগ রফতানীমুখী নিট ও ওভেন পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান।
বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৫ কোটি টাকা। পুঁজিবাজার থেকে আরো ১০ কোটি টাকা তুলবে। এক্সপানসন এবং ওয়ার্কিং ক্যাপিটাল এর জন্য পুঁজিবাজার থেকে টাকা তুলবে। আশুলিয়ায় স্ক্যানডেক্সের নিজস্ব জয়গায় ফ্যাক্টরি ও গুলশানে নিজস্ব জায়গায় অফিস। স্মলক্যাপ প্লাটফর্মে তালিকাভুক্তির জন্য মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডকে ইস্যু ম্যানেজার নিযুক্ত করেছে। এ বিষয়ে ১৫ জুলাই স্ক্যানডেক্স (বিডি) লিমিটেড ও মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মাইডাস ইনভেস্টমেন্ট-এর কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ক্যানডেস্কের চিফ ফিনান্সিয়াল অফিসার নাম্বি অরোরা, মাইডাস ইনভেস্টমেন্ট-এর প্রধান নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ হাফিজ উদ্দিন, মাইডাস ফাইনান্স-এর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মনিরুজ্জামান, মাইডাস ইনভেস্টমেন্টের হেড অব প্রাইমারি মার্কেট সাদিয়া পারভীন এবং হেড অব একাউন্টস ওমর ফারুক এসিএমএ।