আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞান ও প্রযুক্তি আইফোনে থাকবে ইনটেলের চিপ

আইফোনে থাকবে ইনটেলের চিপ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১০:২২ অপরাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি


Intel_iphoneকাগজ অনলাইন ডেস্ক: নতুন আইফোন আসার খবর নিশ্চয়ই শুনেছেন। নতুন আইফোন তৈরিতে অ্যাপল এবারে ইনটেলের সঙ্গে চুক্তি করেছে। নতুন আইফোনে থাকবে ইনটেলের চিপ।
বাজার বিশ্লেষকেরা বলছেন, অ্যাপলের সঙ্গে চুক্তি হওয়াতে ইনটেলের ধুঁকতে থাকা মোবাইল বিভাগটি ঘুরে দাঁড়াতে পারবে।
ইনটেল ও অ্যাপলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নেটওয়ার্কসহ কয়েকটি নেটওয়ার্কে এ চিপযুক্ত ফোন ছাড়া হবে।
অবশ্য সব আইফোনে ইনটেলের চিপ ব্যবহৃত হবে না। চীনে যে আইফোনগুলো আসবে তাতে কোয়ালকমের চিপ থাকবে।
অ্যাপল যেহেতু এক প্রতিষ্ঠানের যন্ত্রাংশের ওপর নির্ভার না থেকে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে যন্ত্রাংশ কিনতে আগ্রহী তাই ইনটেলের সঙ্গে চুক্তি তাদের জন্য অর্থবহ। ইনটেলের জন্য এটি সুখবর, কারণ পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ তৈরি করলেও কোয়ালকম বা স্যামসাংয়ের মতো ক্রেতা ইনটেলের নেই।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে মোবাইল ব্যবসায় ৪২১ কোটি মার্কিন ডলার লোকসান গোনে ইনটেল। ইনটেলের প্রধান নির্বাহী ব্রায়ান ক্রেজনিক ব্যবসাকে ঢেলে সাজানোর ইঙ্গিত দেন। এ ছাড়া এ বছরের এপ্রিলে ১২ হাজার কর্মী ছাঁটাই করে ক্লাউড কম্পিউটিংয়ে জোর দেওয়ার ঘোষণা দেন।
অ্যাপল ও ইনটেলের চুক্তি বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মন্তব্য করেনি।