আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি আইভি রহমানের সমাধিতে আ.লীগের শ্রদ্ধা

আইভি রহমানের সমাধিতে আ.লীগের শ্রদ্ধা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৪, ২০২১ , ১২:৪২ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক : একুশ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আইভি রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, আইভি রহমান ছিলেন একজন নিরহঙ্কারী রাজনৈতিক নেত্রী। তিনি আরও বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের আপিল শুনানি শিগগিরই উচ্চ আদালতে শুরু হবে। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও দক্ষিণ আওয়ামী লীগ। আরও শ্রদ্ধা জানায় আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।