আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আইরিশদের হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রীলঙ্কা

আইরিশদের হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রীলঙ্কা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২১, ২০২১ , ২:২৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের এ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৭১ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে গেলো সাঙ্গাকারার উত্তরসূরিরা। আজকের ম্যাচে জয় পাওয়ায় ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে দলটি। বুধবার (২০ অক্টোবর) আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় আইরিশরা। ব্যাট করতে নেমে শুরুতেই আইরিশদের বোলিং তোপে পড়ে লঙ্কানরা। ইনিংসের দ্বিতীয় বলেই ধাক্কা খায় তারা। কুশল পেরেরাকে গোল্ডেন ডাকে ফেরান পল স্টারলিং। পরের ওভারে টানা দুই বলে দুই উইকেট জশ লিটলের। আইরিশ ডানহাতি পেসার ওভারের তৃতীয় বলে দিনেশ চান্দিমাল (৬) আর চতুর্থ বলে আভিষ্কা ফার্নান্ডোকে (০) বোল্ড করেন। ইনিংসের ১০ বল যেতেই ৮ রানে হারায় ৩ উইকেট। সেই বিপর্যয় থেকে দলকে উদ্ধার করেছেন পাথুম নিশাঙ্কা আর হাসারাঙ্গা ডি সিলভা। দুজন মিলে ১৩.৩ ওভার খেলে ১২১ রান যোগ করেছেন। শেষ পর্যন্ত ১৬তম ওভারে এসে এই জুটিটি ভাঙেন মার্ক এডায়ার, ব্যাকওয়ার্ড পয়েন্টে হাসারাঙ্গাকে বানান ক্যাচ। ৪৭ বলে ১০ বাউন্ডারি আর এক ছক্কায় গড়া হাসারাঙ্গার ইনিংসটি ছিল ৭১ রানের। জুটির অপর সঙ্গী নিশাঙ্কা সাজঘরে ফেরেন ১৯তম ওভারে, লিটলের চতুর্থ শিকার হয়ে। ৪৭ বলে ৬ চার আর এক ছক্কায় নিশাঙ্কা করেন ৬১ রান। শেষদিকে অধিনায়ক দাসুন শানাকার ১১ বলে ২১ রানের হার না মানা ইনিংসে ৭ উইকেটে ১৭১ রান পর্যন্ত গেছে লঙ্কানরা। আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল জশ লিটলই। ৪ ওভারে ২৩ রান দিয়ে এই পেসার নেন ৪টি উইকেট। ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের শুরুটাও হয়েছে বেশ সাদামাটা। দুই ওপেনার কেভিন ও’ব্রায়েন ও পল স্টার্লিং কেওই করতে পারেনি ডাবল ডিজিট স্কোর। শুধু দুই ওপেনারই না অধিনায়ক অ্যান্ড্রু বালবিরনি ও আগের ম্যাচের ডাবল হ্যাট্রিক পাওয়া কুর্টিস ক্যাম্পার ছাড়া আর কেও পার করতে পারেনি ১০ রানের কোটা। লাহিরু কুমারার বলে দলীয় ৯৪ রানে বালবিরনি ফেরেন ব্যাক্তিগত ৪১ রানে। এছাড়া ক্যাম্পার করেন ২৪ রান। তামের ঘরের মতো ভেঙে পড়া আইরিশ ব্যাটিং লাইন আপ লঙ্কান বোলিংয়ের ওপর পারেনি আর কোন প্রতিরোধ গড়ে তুলতে। ফলে আয়ারল্যান্ডের সবকটি উইকেট হারিয়ে স্কোর থামে ১০১ রানে। এর আগে প্রথম ম্যাচে জয় পায় দুদলই। লঙ্কানরা ৭ উইকেটে হারায় নামিবিয়াকে আর আইরিশরা একই ব্যবধানে পরাজিত করে নেদারল্যান্ডসকে।