আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড আইসিসির ইচ্ছাতেই এক গ্রুপে ভারত-পাকিস্তান!

আইসিসির ইচ্ছাতেই এক গ্রুপে ভারত-পাকিস্তান!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১২:৪৮ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


indiaঅনলাইন ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর থেকে আইসিসির প্রায় সব টুর্নামেন্টেই একই গ্রুপে পড়ছে ভারত আর পাকিস্তান। সর্বশেষ ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও একই গ্রুপে এই দুই দল। আর ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির চাওয়াতেই এমনটা হচ্ছে!

দ্য টেলিগ্রাফকে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেছেন, কোনো সন্দেহ নেই আমরা চেষ্টা করি আমাদের টুর্নামেন্টগুলোতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ রাখার। আইসিসির দৃষ্টিকোণ থেকে ক্রিকেট বিশ্বেও এটা অনেক বড় একটা ম্যাচ, সমর্থকেরাও আশা করে এই ম্যাচের। চ্যাম্পিয়নস ট্রফির জন্যও এটা হবে দুর্দান্ত কিছু, দারুণভাবে শুরু।

চ্যাম্পিয়নস ট্রফি, বিশ্বকাপ, ওয়ার্ল্ড টি-টোয়েন্টির মতো আইসিসির বড় টুর্নামেন্টগুলোতে ভারত-পাকিস্তান ম্যাচ কখনো কখনো টিভি দর্শকসংখ্যায় ১০০ কোটিও ছাড়িয়ে যায়। আর দর্শক ও টিভির কথা মাথায় রেখেই আইসিসি গ্রুপের ড্রটা ইচ্ছে করেই এভাবে সাজায়। তবে এই প্রথম আইসিসির পক্ষ থেকে বিষয়টি স্বীকার করে নেওয়া হলো।