আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন সাঈদ আজমল
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৬, ২০২০ , ৬:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : সাঈদ আজমলের ক্যারিয়ার মাত্র সাত বছরের। অবৈধ অ্যাকশনের অভিযোগে বোলিং নিষিদ্ধ করেছিল আইসিসি। সেখান থেকে ফিরলেও আজমল আর আগের মতো ধারালো ছিলেন না। নির্বিষ বোলিং অ্যাকশন নিয়ে ব্যাটসম্যানদের কাছে বেশিদিন মার খেতে চাননি এক সময় বিশ্বের অন্যতম কার্যকরী এই স্পিনার। অবসরটা তাই দ্রুতই নিয়ে নেন সাঈদ আজমল। এত দিন পর এ নিয়ে আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন ’দুসরা’কে দুর্দান্তভাবে ব্যবহার করা আজমল। অবেলায় নিজের ক্যারিয়ার শেষ হওয়ার পেছনে আইসিসিকেই দুষেছেন সাবেক এই অফ স্পিনার। শুধু পাকিস্তানি হওয়ার কারণেই ২০১৪ সালে তার বোলিং নিষিদ্ধ করেছিল আইসিসি, এমনটাই মত আজমলের। অন্য কোনো দেশের হয়ে হয়তো ক্যারিয়ারটা দীর্ঘায়িত করতে পারতেন, এমন একটা প্রচ্ছন্ন ইঙ্গিতও দিয়ে রেখেছেন সাবেক এই তারকা। এই সিদ্ধান্তের বিপক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিছু করতে পারবে না তা জানত আইসিসি, এমনটাই মনে করেন আজমল। ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে আজমল বলেছেন, ‘২০০৯ ও ২০১৪ সালের পরীক্ষা দুটি একরকমই ছিল। শুধু কয়েকটি মেডিকেল নিয়ম পাল্টানো হয় যা ২০০৯ সালে ছিল। মুত্তিয়া মুরালিধরন যাওয়ার পর আইসিসি দেখল এখন এই লোকটা (আজমল) আছে এবং ওর দেশ পাকিস্তান। আমাদের সিদ্ধান্তের বিপক্ষে ওরা কিছু করতে পারবে না।’ পাকিস্তানের হয়ে ৩৫ টেস্টে ১৭৮ উইকেট নিয়েছেন আজমল। ১১৩ ওয়ানডেতে নিয়েছেন ১৮৪ উইকেট। ২০০৯ সালে টেস্ট অভিষেকে প্রশ্নবিদ্ধ হয়েছিল আজমলের অ্যাকশন। শুধরে নেওয়ার পর আইসিসির কাছ থেকে ছাড়পত্র পেয়েছিলেন ৪২ বছর বয়সী এই সাবেক। দ্বিতীয়বার নিষিদ্ধ হয়ে ফিরলেও অ্যাকশনে কিছু পরিবর্তন আনায় দুসরা আর আগের মতো কার্যকর ছিল না। পরে আর এভাবে ক্যারিয়ার টানতে চাননি। ২০১৭ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন আজমল।