আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে ভারত: ১০ম স্থানে বাংলাদেশ

আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে ভারত: ১০ম স্থানে বাংলাদেশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৭, ২০২১ , ১:১৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : আইসিসির সর্বশেষ টেস্ট র‌্যাংকিংয়ে নিউজিল্যান্ডকে টপকে শীর্ষে উঠে এসেছে ভারত। এদিকে, বাংলাদেশের অবস্থান আফগানিস্তানেরও নিচে। ৫৭ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে ৯ম স্থানে এবং ১০ম স্থানে থাকা বাংলাদেশের রেটিং ৫১।
শীর্ষে থাকা ভারতের রেটিং ১২২, এর পরেই আছে যথাক্রমে নিউজিল্যান্ড (১১৮), অস্ট্রেলিয়া (১১৩), ইংল্যান্ড (১০৫), পাকিস্তান (৯০), দক্ষিণ আফ্রিকা (৮৯), শ্রীলঙ্কা (৮৩) ও ওয়েস্ট ইন্ডিজ (৮০)।
আগামী ১৮ জুন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তবে তার আগেই র‌্যাংকিংয়ে নিউজিল্যান্ডকে পেছনে ফেলেছে তারা।