আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// আইস সিন্ডিকেটের অন্যতম হোতা গ্রেপ্তার, সবচেয়ে বড় চালান জব্দ

আইস সিন্ডিকেটের অন্যতম হোতা গ্রেপ্তার, সবচেয়ে বড় চালান জব্দ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৬, ২০২১ , ১১:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অবৈধ মাদক আইস (ক্রিস্টালমেথ) এর প্রায় ৫ কেজি আইস, বিদেশি অস্ত্র ও গুলিসহ টেকনাফ আইস সিন্ডিকেটের অন্যতম হোতা খোকন ও তার একজন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

এএসপি আ ন ম ইমরান খান বলেন, আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত এটি মাদক আইসের সর্ববৃহৎ চালান বলে মনে করছি। তিনি আরও বলেন, এবিষয়ে আজ কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।