আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ আকবর শাহ ৩৯ হাজার ইয়াবাসহ আটক ১

আকবর শাহ ৩৯ হাজার ইয়াবাসহ আটক ১


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৮:০৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


9কাগজ অনলাইন প্রতিবেদক: নগরীর আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৯ হাজার ইয়াবাসহ মো. আব্দুর রশিদ (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সিটি গেইটস্থ আলমাস সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে এসব উদ্ধার করা হয়।

আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানান, আকবর শাহ থানাধীন সিএনজি ফিলিং স্টেশনের সামনে টাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৯ হাজার ইয়াবাসহ আব্দুর রশিদকে আটক করা হয়। রশিদ ও মাহবুব আলমসহ ইয়াবাগুলো টেকনাফ হতে সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু এসময় রশিদকে ইয়াবাসহ আটক করতে পারলেও মাহবুবকে আটক করা যায়নি।’

এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি সদীপ।