আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২১ , ১২:০৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে ইসহাক নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে আখাউড়া রেল সেকশনের আজমপুর স্টেশন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। ইসহাক আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর গ্রামের মৃত আমির আলীর ছেলে। আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম দিনের শেষে প্রতিনিধিকে জানান, মঙ্গলবার সকালে আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা লাশ পড়ে থাকার খবর পাই। পরে স্থানীয়দের মাধ্যমে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করা হয়। ওসির ধারণা, আখাউড়া-সিলেট রেলপথে চলাচলকারী রাতের কোনো এক ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় রেলওয়ের আখাউড়া থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান রেল পুলিশের এই কর্মকর্তা।