আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব আখুন্দজাদা নিহত এক বছর আগেই, শীর্ষ নেতার মৃত্যু স্বীকার করল তালেবান

আখুন্দজাদা নিহত এক বছর আগেই, শীর্ষ নেতার মৃত্যু স্বীকার করল তালেবান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৭, ২০২১ , ১১:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : হিবাতুল্লা আখুন্দজাদা আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পরপরই শুরু হয়েছিল জল্পনা। সবার মনেই ছিল একই প্রশ্ন? কার হাতে উঠতে চলেছে আফগানিস্তানের ক্ষমতার ব্যাটন। আর এই জল্পনায় প্রথমেই উঠে এসেছিল যার নাম তিনি হলেন তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লা আখুন্দজাদা। কে তিনি, কী তার ইতিহাস তা নিয়ে জোর চর্চা চলেছিল। তবে সেই আখুন্দজাদা আর জীবিত নেই, অবশেষে স্বীকার করে নিল তালেবান। এক বছর আগেই পাকিস্তানের সেনাবাহিনীর আত্মঘাতী হামলায় নিহত হয়েছিলেন আখুন্দজাদা। সম্প্রতি তালেবানের শীর্ষ নেতা আমিন-আল মুমিনিন শেখ প্রকাশ্যে একথা জানিয়েছেন। আখুন্দজাদাকে নিয়ে জল্পনা ছিল আগে থেকেই। কেউ বলছিলেন তিনি পাকিস্তানের সেনাবাহিনীর হাতে বন্দি আছেন, কেউ আবার বলছিলেন পাকিস্তানি সেনার হামলায় মৃত্যু হয়েছে তার। কেউ কেউ বলছিলেন গোপনে লুকিয়ে আছেন তালেবান শীর্ষ নেতা আখুন্দজাদা, সময় হলে তার হাতেই উঠবে আফগানিস্তানের ক্ষমতা। তাকে নিয়ে জল্পনা জোরদার হওয়ার আরও এক কারণ হল, কখনও প্রকাশ্যে আসেননি এই নেতা। কিন্তু সব জল্পনায় জল ঢেলে সত্যিটা অবশেষে স্বীকার করে নিল তালেবান। সুত্র- রেমনিউজ, নিউজলজিক।