আগামীতে এনবিআরের সভায় যাওয়া নিয়ে সংশয়ে এফবিসিসিআই
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১১:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
কাগজ অনলাইন প্রতিবেদক: বাজেট প্রস্তাবনায় দেওয়া ৪৪৯টি প্রস্তাবের মধ্যে মাত্র ৫৩টি রাখায় আগামীতে প্রস্তাবনা দিতে যাবেন কি-না, সে বিষয়ে সংশয় রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
শনিবার (১১ জুন) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সংশয়ের কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘বাজেট প্রস্তাবনা দিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পরামর্শক কমিটির সভায় ডাকা হয়েছিল এফবিসিসিআইকে। সভায় আমরা আগামী ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটে আয়কর, মূল্য সংযোজন কর ও শুল্কখাতসহ বিভিন্ন বিষয়ে ৪৪৯টি প্রস্তাবনা দিয়েছিলাম।
কিন্তু সেখান থেকে মাত্র ৫৩টি প্রস্তাব রাখা হয়েছে। দীর্ঘ চার মাস কঠোর পরিশ্রম করে আমরা প্রস্তাবনা তৈরি করেছিলাম। সেগুলোর সিংহভাগই না রাখায় আমাদের সেই পরিশ্রমই বৃথা গেলো। তাই আগামীতে এনবিআর ডাকলে আর যাবো কি-না, সে বিষয়ে সংশয় রয়েছে’।