আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় আগোরাকে এক লাখ টাকা জরিমানা

আগোরাকে এক লাখ টাকা জরিমানা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১:৫৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


imagesচট্টগ্রাম: নগরীর প্রবর্তক মোড়ের আফমি প্লাজার আগোরা সুপারশপকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কাঁচামরিচ, টমেটো, বেগুন, চিনি ইত্যাদি পণ্যের দাম বেশি রাখায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

শুক্রবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় র‌্যাব, ক্যাব ও বাজার মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান, আগোরায় ৩০ টাকার কাঁচামরিচ বিক্রি করছে ৮০ টাকা, ৩০ টাকার টমেটো ৬৫ টাকা, ২৫ টাকার বেগুন ৫৫ টাকা, ৫৫ টাকার চিনি ৬৩ টাকা বিক্রি করছিল।

রমজানে বাড়তি দামে পণ্যসামগ্রী বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।